করোনাভাইরাসের এই মহা দুর্যোগের মধ্যেই বাগযুদ্ধে জড়িয়ে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
১৭ এপ্রিল নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো তাঁর নিয়মিত প্রেস কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখছিলেন। এই প্রেস কনফারেন্স টিভিতে দেখছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গভর্নর কুমো বলছিলেন, রাজ্যের পক্ষে একা এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। যেখানে প্রয়োজন সেখানেই যেন ফেডারেল বর্ধিত সাহায্য বরাদ্ধ করা হয়।
এই কথা টেলিভিশনে শোনার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা না করে গভর্নর কুমোকে কটাক্ষ করে টুইট করেছেন। তিনি অভিযোগ করা বন্ধ করে কাজ করার কথা বলেছেন টুইটে। টুইট বার্তায় ট্রাম্প বলেন, অভিযোগের জন্য সময় ব্যয় না করে কুমো যেন কাজের পেছনে সময় দেন। নিউইয়র্কে চাহিদার বেশি হাসপাতাল ও ভেন্টিলেশন দিয়েছেন বলেও টুইটে জানিয়েছেন ট্রাম্প।
এই টুইট যখন পোস্ট করা হয় তখন গভর্নর কুমো প্রেস কনফারেন্সে ব্যস্ত ছিলেন। তাই সময় মতো দেখতে পারেননি। সাংবাদিকরা বিষয়টি তাঁর নজরে আনেন। গভর্নর কুমো তখন বলেন, প্রথমত প্রেসিডেন্ট ঘরে বসে টিভি দেখে থাকলে তাঁকেই কাজে বেরিয়ে পড়া উচিত। দ্বিতীয়ত, যদি আমরা পারি তাহলে এখন রাজনীতি, আবেগ এবং অহং পরিহার করা যেতে পারে।
নিউইয়র্কে প্রয়োজনের চেয়ে বেশি হাসপাতাল বেড বা ভেন্টিলেশন চাওয়া নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের জবাবে গভর্নর কুমো বলেছেন , সিডিসির আশঙ্কা ও পুর্বাভাস থেকে নিউইয়র্কের জরুরি চাহিদার কথা জানানো হয়েছিলি। জ্যাভিট সেন্টারের অস্থায়ী হাসপাতালে ভর্তি হওয়া ৮০০ রোগীর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অশ্রদ্ধার বলে কুমো উল্লেখ করেন।
প্রেসিডেন্ট বলেছেন তাঁকে ধন্যবাদ পর্যন্ত দিচ্ছেন না গভর্নর কুমো। জবাবে কুমো বলেছেন, ফেডারেল সরকারের সহযোগিতার জন্য তিনি কয়েক দফাই ধন্যবাদ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। আবারো 'ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ' বলে কুমো বলেন, 'এখন আমাকে কী করতে হবে, তাঁকে একটি ফুলের তোড়া পাঠাতে হবে?'