করোনাভাইরাসের চিকিৎসায় জীবাণুনাশক নিয়ে উল্টাপাল্টা বলে ভালোই ফেঁসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হটলাইন নম্বরগুলোতে এ-সংক্রান্ত কল বেড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে বলেছেন, তিনি করোনাভাইরাস চিকিৎসায় জীবাণুনাশক উপাদান শরীরে ইনজেকশন পুশ করার কথা বলার পর এ নিয়ে হটলাইনে কল বাড়ার কারণ তিনি কল্পনা করতে পারছেন না।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে আজ মঙ্গলবার জানানো হয়, রোববার মিশিগান ও মেরিল্যান্ডের গভর্নররা এই ধরনের আহ্বানের জন্য প্রেসিডেন্টকে দোষারোপ করেছেন। এর বাইরে চিকিৎসকদের ব্যাপক সমালোচনার মুখে পড়ে ট্রাম্প বলেছেন, তিনি ব্যঙ্গ করে ওই মন্তব্য করেছিলেন।
বিশেষজ্ঞরা বলেন, জীবাণুনাশক ঝুঁকিপূর্ণ পদার্থ এবং এটি খেলে বা ইনজেকশন হিসেবে পুশ করা হলে এটি বিষাক্ত হিসেবে কাজ করতে পারে।
সোমবারের কোভিড-১৯ সংক্রান্ত সংবাদ সম্মেলনের সময় একজন প্রতিবেদক উল্লেখ করেছেন, মেরিল্যান্ডের জরুরি হটলাইন নম্বরে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে দিকনির্দেশনা চেয়ে শত শত কল আসছে।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘আমি কল্পনা করতে পারছি না কেন এমন ঘটছে।’ এ ধরনের কল বেড়ে যাওয়ার কোনো দায়দায়িত্ব তিনি নেবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
গত সপ্তাহে মেরিল্যান্ডের গভর্নর অফিস জানিয়েছিল, তারা প্রেসিডেন্টের বক্তব্য অনুসরণ করে ইনজেকশন বা জীবাণুনাশক দেওয়ার বিরুদ্ধে রাজ্যব্যাপী সতর্কতা জারি করেছে।
কয়েক দিন ধরেই জীবাণুনাশক দাওয়াই বিষয়ক প্রসঙ্গটি এড়িয়ে যাচ্ছিলেন ট্রাম্প। কোভিড-১৯ চিকিৎসায় আক্রান্ত ব্যক্তির শরীরে জীবাণুনাশক প্রবেশ করানোর দাওয়াই দেওয়ার পর থেকেই আগের মতো আর তেমন কথা বলছিলেন না তিনি। গত শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসে খুব দ্রুত সব সেরে বিদায় নেন। সাংবাদিকদের কাছ থেকে কোনো প্রশ্নও নেননি। এ অবস্থায় বলা হচ্ছে, প্রেসিডেন্টের ভুলভাল বক্তব্য থেকে প্রশাসনকে বাঁচাতেই সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার এই নীতি নেওয়া হয়েছে।
রোববার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি শুরু হয় শুক্রবার। ওই দিনই জীবাণুনাশক ও কোভিড-১৯ সম্পর্কিত যুগান্তকারী উক্তিটি করেন তিনি। করোনাভাইরাস রোধে নতুন এক পদ্ধতি প্রয়োগের প্রস্তাব করেন।
ট্রাম্প বলেন, করোনা রোগীদের চিকিৎসা দিতে শিল্প প্রতিষ্ঠানের ক্লিনজার (পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত) ব্যবহার করা যেতে পারে। তিনি বলেন, এমন কোনো উপায় কি আছে, এটি আমরা ইনজেকশন অথবা পরিষ্কারের কাজে ব্যবহার করে রোগীদের চিকিৎসা দিতে পারি? টিভিতে এক ব্রিফিংয়ে ট্রাম্প এমন অদ্ভুত প্রস্তাব দেন। তাঁর এমন প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এমন বিপজ্জনক প্রস্তাব দেওয়ার পরে ট্রাম্প অবশ্য বলেন, তিনি ব্যঙ্গ করে এমন কথা বলেছেন। তিনি সাংবাদিকদের কাছে ব্যঙ্গ করে জানতে চান, জীবাণুনাশক ব্যবহার করলে কী ঘটতে পারে?
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। দেশটিতে প্রায় ১০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন।
সোমবারের ওই সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আভাস দেন ট্রাম্প। তিনি বলেন, ‘নভেম্বরের নির্বাচন পেছানোর কোনো চিন্তা নেই।’ এ-সংক্রান্ত কথাবার্তা ডেমোক্র্যাটদের অপপ্রচার বলেও মন্তব্য করেন তিনি।
নিজের প্রশাসনের প্রশংসা করে ট্রাম্প বলেন, করোনা পরিস্থিতিতে তাঁর প্রশাসন অবিশ্বাস্য কাজ করে চলেছে।