শেখ হাসিনা
শেখ হাসিনা

শেখ হাসিনার বিরুদ্ধে চিফ প্রসিকিউর কার্যালয়ে আরও একটি অভিযোগ

কোটা সংস্কার আন্দোলনে গুলিতে চিকিৎসক সজীব সরকার নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দায়ের হয়েছে।

নিহত সজীবের বাবা হালিম সরকার আজ রোববার অভিযোগটি দাখিল করেন। শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।

এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ২৯টি অভিযোগ করা হয়েছে।

প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুসারে, সজীব সরকার নিহত হওয়ার ঘটনাস্থল উত্তরা আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনের পদচারী–সেতুর নিচে এবং ঘটনার তারিখ ও সময় গত ১৮ জুলাই আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিট বলে উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন সজীব তাঁর ভাইকে উত্তরা এলাকার একটি মাদ্রাসা থেকে নরসিংদীর বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ছয় র‍্যাব সদস্যের বিরুদ্ধে অভিযোগ

এদিকে বাসা থেকে তুলে নিয়ে গুম করে রাখার অভিযোগে কর্মকর্তাসহ ছয় র‍্যাব সদস্যের বিরুদ্ধে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে আজ একটি অভিযোগ দাখিল করেছেন ইসরাত রফিক ঈশিতা।

এ অভিযোগ সম্পর্কে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঈশিতা একজন চিকিৎসক। ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি। ২০২১ সালের ২৮ জুলাই তাঁকে তুলে নিয়ে যায় র‍্যাব। পাঁচ দিন পর ২ আগস্ট তাঁকে আদালতে উপস্থাপন করে তিনটি মামলা দেওয়া হয়। এই যে মাঝখানে পাঁচ দিন তাঁকে গুম করে রাখা হয়, নানাভাবে তাঁকে নির্যাতন করা হয়। অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পর্যালোচনা করে দেখা হবে, এটি আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার্য হবে কি না।

এ সময় প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও বি এম সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।