বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) প্রতিবাদী মানববন্ধন। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) প্রতিবাদী মানববন্ধন। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে।

মাজার–দরবারে হামলার প্রতিবাদে বিটিপির সভা–মানববন্ধন

দেশের বিভিন্ন মাজার, দরবারসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সভা ও মানববন্ধন করেছে তরিকাপন্থী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)।

গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রতিবাদ সভা হয়। প্রেসক্লাবের সামনে হয় মানববন্ধন।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী। তিনি বলেন, ছাত্র-জনতার রক্তঝরা বিজয়কে পুঁজি করে একদল লোক ফায়দা লুটছে। সমাজে শান্তিপ্রতিষ্ঠার অগ্রপথিক পীর-দরবেশদের মাজার ও খানকায় একের পর এক ন্যক্কারজনক হামলা, অগ্নিসংযোগ করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের এদিকে নজর দেওয়ার সময় এসেছে।

বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ছৈয়দ জাফর ছাদেক শাহ বলেন, সমাজে নৈরাজ্য সৃষ্টির ধৃষ্টতায় মেতেছে একদল লোক। বিজয়কে অর্থবহ করতে সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা, মানবাধিকার নিশ্চিত করা সময়ের দাবি। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খানদানী দরবারের পীর আবুল বাশার খানদানী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহ মিডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গীর পাগাড় দরবারের শাহছুফি আলী রেজা পেহলভী হায়দার, আল কদমী দরবারের আমিনুল এহসান ফেরদৌস, শাহছুফি দ্বীন মোহাম্মদ নিজামী চিশতী, শাহছুফি মুক্তার রেজা মাসুমী, গাছতলা দরবারের পীর খাজা আরিফুর রহমান, সৈয়দ মাজেদুল হক চাদপুরী প্রমুখ।