কোটা সংস্কার আন্দোলন

সংঘাতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে যুবলীগ

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের ঘটনায় যুবলীগের চার নেতা নিহত হয়েছেন দাবি করে বিবৃতি দিয়েছে আওয়ামী লীগের সহযোগী এই সংগঠন। এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান এই প্রতিবাদ ও শাস্তির দাবি জানান।

নিহত চারজন হলেন গাজীপুরের গাছা থানা যুবলীগ নেতা হামিদুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের ৯১ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা মহিনুল ইসলাম, ৯২ নম্বর ওয়ার্ডের অর্থ সম্পাদক মো. বাবুল ও ৯৪ ওয়ার্ড যুবলীগ নেতা আহসান হাবিব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ঢাকাসহ সারা দেশে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবিরের হামলায় এই চার যুবলীগ নেতা নিহত হয়েছেন। এসব নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।