জব্দকৃত সিগারেটের স্ট্যাম্প
জব্দকৃত সিগারেটের স্ট্যাম্প

চট্টগ্রামে নকল সিগারেট তৈরির উপকরণ জব্দ

চট্টগ্রামের হালিশহরের রমনা আবাসিক এলাকার একটি বাসা থেকে ৩ কোটি ৩৭ লাখ পিস সিগারেটের স্ট্যাম্প জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যৌথ একটি দল। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এসব স্ট্যাম্প জব্দ করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ১ হাজার ৭৩৬ পিস সিগারেট পেপারও জব্দ করা হয়েছে। নকল সিগারেট তৈরির জন্য এসব উপকরণ মজুত করা হয়েছিল।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবদুস সবুর লিটন ও তাঁর ভাই আবদুল মান্নান খোকনের মালিকানাধীন বাসা থেকে সিগারেট তৈরির এসব উপকরণ জব্দ করা হয়েছে। এর পাশের ভবনেই থাকেন আবদুস সবুর লিটন। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশ ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।