গাজীপুরের বাসিন্দা জুবেদা খাতুন (৫৫) দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, পিত্তথলিতে পাথর, হৃদ্রোগ (হার্টে তিনটি ব্লক) ও কিডনির রোগে আক্রান্ত।
পিত্তথলিতে পাথরের কারণে জুবেদা খাতুনের পেটে প্রচণ্ড ব্যথা হয়। চিকিৎসকেরা বলছেন, আগে তাঁর হার্টে রিং বসাতে হবে। এরপর পিত্তথলির অস্ত্রোপচার করা যাবে। কিন্তু টাকার অভাবে কোনোটিই সম্ভব হয়নি।
এর মধ্যে হঠাৎ জুবেদা খাতুনের হাত-পা ফুলে যায়। হাসপাতালে ভর্তির পর তাঁর কিডনির রোগ ধরা পড়ে। চিকিৎসকেরা বলেছেন, হয় তাঁর ডায়ালাইসিস করতে হবে, না হয় কিডনি প্রতিস্থাপন করতে হবে।
দীর্ঘদিন ধরে জুবেদা খাতুনের চিকিৎসার খরচ বহন করছেন একমাত্র ছেলে। তিনি পেশায় একটি বেসরকারি কলেজের শিক্ষক। মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে তিনি প্রায় নিঃস্ব। এমন পরিস্থিতিতে মায়ের উন্নত চিকিৎসার জন্য হৃদয়বান ও বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা: জুবেদা খাতুন, হিসাব নম্বর: ২৫৮১৫৮০০৩০১৩২, ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা। বিকাশ ও নগদ নম্বর: ০১৭০৮৭১৬৬২২।