আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (আইএইএবি) প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনটিতে নির্বাচন নিয়ে জটিলতার কারণে এ সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়টির উপসচিব মাজহারুল ইসলাম আগামী ছয় মাস আইএইএবির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে তাঁকে সংগঠনটির দৈনন্দিন কার্যক্রম পরিচালনার পাশাপাশি কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়েছে।
প্রশাসক নিয়োগের কারণ হিসেবে অফিস আদেশে বলা হয়েছে, আইএইএবি বাণিজ্য মন্ত্রণালয় থেকে লাইসেন্স পাওয়া একটি সংগঠন। লাইসেন্সের শর্ত, বাণিজ্য সংগঠন আইন, বাণিজ্য সংগঠন বিধিমালা ও সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংগঠনটির বর্তমান সভাপতি একনাগাড়ে ছয় বছরের বেশি সময় ধরে সভাপতি পদে নির্বাচিত হয়ে আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বর্তমান কমিটি একনাগাড়ে চতুর্থবারের মতো দায়িত্ব পালন করছে। এমন প্রেক্ষাপটে সংগঠনটিতে কেন প্রশাসক নিয়োগ দেওয়া হবে না তা জানতে চেয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, সংগঠন থেকে দেওয়া কারণ দর্শানোর জবাব মন্ত্রণালয়ের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হয়নি। এমন অবস্থায় সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে অফিস আদেশে বলা হয়েছে।