একটানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের বাঁশখালীর নিচু এলাকা। আজ দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়
একটানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে  চট্টগ্রামের বাঁশখালীর নিচু এলাকা। আজ দুপুরে উপজেলার সাধনপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায়

টানা বৃষ্টিতে বাঁশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, এক শিশুর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে টানা দুই দিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ি ঢল দেখতে গিয়ে আজ শনিবার দুপুরে এক শিশু নিহত ও দেয়ালচাপায় একজন আহত হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, টানা দুই দিনের বৃষ্টিতে উপজেলার শীলকূপ, চাম্বল, পুঁইছড়ি, সাধনপুর, কালীপুর, বৈলছড়ি, জলদী এলাকায় পাহাড়ি ঢল নেমে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে এসব এলাকার সড়কের পাশাপাশি এসব এলাকার ধানি জমিও ডুবে গেছে। দুই দিনের টানা বৃষ্টিতে উপজেলার সাধনপুর, কালীপুরের গুনাগরী এলাকার কয়েকটি স্থানের প্রধান সড়ক টপকে পাহাড়ি ঢল নামে।

সূত্র আরও জানায়, গতকাল দুপুরে পাহাড়ি ঢল দেখতে গিয়ে ছড়ার মধ্যে পড়ে মারা যায় মোহাম্মদ নোহান (১২) নামের এক শিশু। সে পূর্ব পুঁইছড়ি এলাকার আমির হোসেনের ছেলে।

এদিকে, সাধনপুর ইউনিয়নের মাস্টার পাড়ায় একটি মাটির ভেঙে দেয়ালচাপায় দুটি ছাগল মারা গেছে। আহত হয়েছেন ভূপতি দে (৪৭) নামের এক ব্যক্তি।

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, দুই দিনের টানা বৃষ্টিতে উপজেলার বেশির ভাগ কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। আজ রোববারের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তার বলেন, পাহাড়ি ঢল দেখতে গিয়ে এক শিশু নিহত হয়েছে এবং দেয়ালচাপায় একজন আহত হয়েছেন। বিভিন্ন জায়গা ডুবে গিয়ে কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।