চুয়াডাঙ্গা জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে এক নেতার মৃত্যু হয়েছে। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আজ শনিবার বিকেলে জেলা শহরের হাটকালুগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই নেতার নাম আবদুল জব্বার বাবলু (৬০)। তিনি আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও ডাউকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রাতে এ খবর লেখার সময় তাঁর লাশ সদর হাসপাতালে ছিল।
দলীয় সূত্র জানায়, আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় বিএনপির সহমানবাধিকারবিষয়ক সম্পাদক সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে বিকেল চারটায় ভিমরুল্লা এলাকায় অবস্থিত জেলা কারাগারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে সার্কিট হাউজের পশ্চিমপাশে খোলা মাঠে এসে শেষ হয়। এরপর আসিফা আশরাফী দলীয় নেতা–কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। ওই কর্মসূচিতে বিএনপি নেতা আবদুল জব্বারও অংশ নিয়েছিলেন।
এই পদযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজন বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভিমরুল্লা এলাকায় অবস্থিত জেলা কারাগারের সামনে থেকে বিকেল চারটার দিকে পদযাত্রা শুরু হয়। প্রায় ১০–১১ মিনিট হাঁটার পর পদযাত্রা হাটকালুগঞ্জ এলাকায় পৌঁছালে আবদুল জব্বার অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা জোবাইদা জামান তাঁকে মৃত ঘোষণা করেন। জোবাইয়া জামান জানান, হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যেই মারা যান আবদুল জব্বার।
দলীয় নেতা–কর্মীরা জানান, গ্যাস, বিদ্যুৎ, চাল ,ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও খালেদা জিয়া ও নেতা–কর্মীদের নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় বিএনপি আজ দেশজুড়ে এই পদযাত্রা কর্মসূচির ডাক দেয়।