মো. নেছার উদ্দিন
মো. নেছার উদ্দিন

সাহায্যের আবেদন

কিডনির রোগে আক্রান্ত নেছার উদ্দিনের সহযোগিতা প্রয়োজন

বরগুনার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের বাসিন্দা মো. নেছার উদ্দিন (৪৪) কিডনির জটিলতায় ভুগছেন। পেশায় দিনমজুর নেছার উদ্দিন জানিয়েছেন, তাঁর দুটি কিডনি বিকল হয়ে পড়েছে। দুই বছর আগে তাঁর এই সমস্যা ধরা পড়ে।

নেছার উদ্দিন বলেন, পুরো পরিবার তাঁর দিনমজুরির উপার্জনের ওপর নির্ভরশীল। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় তাঁর পরিবারের দুরবস্থা বেড়ে গেছে। এর মধ্যে ডায়ালাইসিস করতে প্রতি মাসে তাঁকে বাড়ি থেকে কয়েকবার খুলনার একটি হাসপাতালে যেতে হয়।

নিজের কোনো জমিজমা নেই জানিয়ে নেছার উদ্দিন বলেন, বিভিন্নজনের সহযোগিতায় এত দিন তিনি কোনোমতে চিকিৎসা চালিয়ে এলেও এখন তা–ও বন্ধের পথে। এমন অবস্থায় তিনি সমাজের হৃদয়বান মানুষের কাছে তাঁর চিকিৎসার জন্য সহায়তা চেয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা—মো. নেছার উদ্দিন, হিসাব নম্বর-৫৭৭৭০১০০০৪৭৫৪, রুপালী ব্যাংক, পাথরঘাটা শাখা, বরগুনা। (বিকাশ, নগদ, রকেট) ০১৭১৯-৫৯৪০৮০।