ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতা–কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আজ সোমবার বেলা তিনটার পর এই পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে। দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে।
এ ঘটনায় আহত অন্তত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা হলেন, মাহমুদুল হাসান (২৩), একুশে হলের ইয়াকুব (২১), শহীদুল্লাহ হলের রাকিব (২৪) ও মাসুদ (২৩)। বিজয় একাত্তর হলের সামনে মাথায় ইটপাটকেল ও লাঠির আঘাতে আহত হয়েছেন তাঁরা।
প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ঘটনাস্থল থেকে বেলা সাড়ে তিনটায় জানান, আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা–কর্মীরা দুই দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটছে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টারদা সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নিয়েছেন। তার কিছুটা দূরে বিজয় একাত্তর হলের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। কিছুক্ষণ পরপর এক পক্ষের শিক্ষার্থীরা অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন।
এই সংঘাতের সূচনা হয়েছে বিজয় একাত্তর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রবেশ করা নিয়ে। তাঁদের বাধা দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। পরে আশপাশের হলের ছাত্রলীগ নেতা–কর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দিয়েছেন৷
আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় একাত্তর হলের ফটকের প্রহরীদের বসার কক্ষের জানালার কাচ ভাঙচুর করেছেন৷
সংঘর্ষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনের সড়কেও। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নেন। অপর দিকে মলচত্বরে ছাত্রলীগের নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। সেখানেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুপুর সোয়া ১২টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সমবেত হয়েছেন বিপুলসংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে তাঁরা কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন।
এই বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন।
সমাবেশ থেকে 'চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার', 'প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রত্যাহার করতে হবে' প্রভৃতি স্লোগান দেওয়া হচ্ছে৷