জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার ২৮৫ শিশুর জন্য ইফতার এবং রাতের খাবারের আয়োজন করে প্রথম আলো। কারওয়ান বাজার ঢাকা, ২৫ মার্চ
জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার ২৮৫ শিশুর জন্য ইফতার এবং রাতের খাবারের আয়োজন করে প্রথম আলো। কারওয়ান বাজার ঢাকা, ২৫ মার্চ

এতিমখানার শিশুদের জন্য প্রথম আলোর ইফতার

রাজধানীর কারওয়ান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসার শিশুদের জন্য ইফতার এবং রাতের খাবারের আয়োজন করেছে প্রথম আলো। আজ সোমবার সন্ধ্যায় ইফতারের আগে এতিমখানা ও মাদ্রাসার ২৮৫টি শিশুকে এই খাবার পৌঁছে দেওয়া হয়।

শিশুদের ইফতারে ছিল খেজুর, বেগুনি, ছোলা, পেঁয়াজু, আলুর চপ, মুড়ি, জিলাপি ও জুস। আর রাতের খাবার হিসেবে দেওয়া হয় কাচ্চি বিরিয়ানি। প্রথম আলোর প্রশাসন বিভাগের পক্ষে এতিমখানার কর্তৃপক্ষের হাতে এসব খাবার তুলে দেওয়া হয়।

ইফতারের আগে এতিমখানায় মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা মো. নুরুল হক শেখ। মোনাজাতে মহান আল্লাহর রহমত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও প্রথম আলোর সার্বিক কল্যাণ এবং উন্নতি কামনা করা হয়।  

ইফতার ও মোনাজাতে উপস্থিত ছিলেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, মানবসম্পদ বিভাগের প্রধান শামীম খান, ডেপুটি হেড অব রিপোর্টিং ইমাম হোসেন সাঈদ, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক এ বি এম খায়রুল কবির প্রমুখ।

এর আগে ২০ মার্চ রাজধানীর তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানার ৯০০ শিক্ষার্থীর জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করেছিল প্রথম আলো। বেশ কয়েক বছর ধরে প্রথম আলোর উদ্যোগে পবিত্র রমজান মাসে রাজধানীর জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসা এবং রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানার শিশুদের জন্য অন্তত এক দিন ইফতার ও রাতের খাবারের আয়োজন করে আসছে প্রথম আলো।