সারা দেশে বিএনপিসহ বিরোধী দলের সমাবেশে হামলা ও নেতা কর্মীদের বাড়িতে বাড়িতে হামলা সরকারের চরম দমননীতির প্রকাশ বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলেছেন, সরকার বিরোধী দলগুলোর গণজোয়ার দেখে গণরোষের ভয়ে দমননীতি বেছে নিয়েছে।
গণসংহতি আন্দোলন কার্যালয়ে বুধবার গণতন্ত্র মঞ্চের এক সভায় জোট নেতারা এসব কথা বলেন। গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে বিএনপির ওপর হামলার পাশাপাশি গণতন্ত্র মঞ্চের বিভিন্ন সংগঠন ও সমাবেশেও হামলা চলছে। টাঙ্গাইলের নাগরপুরে গণসংহতি আন্দোলনের নেতা আব্দুল আলীমকে সরকারি দলের স্থানীয় গুন্ডারা কুপিয়ে আহত করেছে। শ্রীমঙ্গলে চা শ্রমিকদের নিয়ে সংহতি সমাবেশে হামলা চালিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রিয়াজসহ ১০-১২ জনকে আহত করা হয়েছে। এ ছাড়া নাটোর, লক্ষ্মীপুর, পঞ্চগড়, চট্টগ্রাম ও ঢাকার মিরপুরে গণ অধিকার পরিষদ এবং গণসংহতির কর্মীদের ওপর হামলা হয়েছে। ঢাকার মোহাম্মদপুর অঞ্চলে গণতন্ত্র মঞ্চের সমাবেশে বাধা দেওয়া হয়েছে। গণতন্ত্র মঞ্চের এসব হামলার নিন্দা জানান ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতি বলা হয়েছে, এসব হামলার প্রতিবাদে ১৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।