রাত ২টা ৫ মিনিটে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে।
রাত ২টা ৫ মিনিটে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে।

উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রায় ৪০ মিনিট পরে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

আগুন লাগার পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান প্রথম আলোকে জানান, রাত ২টা ৫ মিনিটে জমজম টাওয়ারের পাশে অবস্থিত কাঁচাবাজারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

পরে রাতে ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানানো হয়। এতে বলা হয়, উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার মার্কেটের আগুন রাত ২টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে আনা হয়। আর আগুন নির্বাপন করা হয় রাত ৩টা ৪০ মিনিটে। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ফায়ার সার্ভিস।