রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ বছর বয়সী আবদুল্লাহ নামের এক শিশু মারা গেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।
আবদুল্লাহ তার পরিবারের সঙ্গে বছিলায় থাকত। তার বাবা আওয়াল হাওলাদার মুদিদোকানদার। তাঁদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলায়। দুই ভাই–বোনের মধ্যে আবদুল্লাহ ছিল ছোট।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে হাজারীবাগের বছিলা এলাকায় বাসার সামনে রাস্তায় শিশুটি খেলছিল। এ সময় একটি প্রাইভেট কার সড়কে ঘোরাতে গেলে শিশুটি গাড়ির পেছনের অংশে ধাক্কা খায়। এতে শিশুটির মাথায় গুরুতর জখম হয়। তাকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার ওসি আরও বলেন, শিশু আবদুল্লাহকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির সুরতহাল করা হয়। এরপর শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এদিকে ওই প্রাইভেট কারের চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান হাজারীবাগ থানার ওসি। তিনি বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায় হাজারীবাগ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।