সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বাড্ডায় দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

রাজধানীতে বাড্ডা এলাকায় রিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী সপ্তম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। নিহত ছাত্রের নাম শিপু দাস (১৩)। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য শিপুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসীন গাজী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। শিপু দাস বাড্ডা হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি মোহাম্মদ ইয়াসীন গাজী প্রথম আলোকে বলেন, শিপু ও তার বন্ধু মো. শাকিব বাইসাইকেল নিয়ে বাড্ডার পাঁচতলা বাজার এলাকার দিকে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে বাড্ডার লুৎফর টাওয়ারের সামনে একটা রিকশা শিপুর বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রিকশার ধাক্কায় বাইসাইকেলচালক গুরুতর জখম হন। তবে সেই সময় আকাশ পরিবহনের একটি বাসকে ওই পথ দিয়ে যেতে দেখা গেছে। স্কুলছাত্রের পরিবারের সদস্যরা বলছেন, রিকশায় ধাক্কা লাগার পর আকাশ পরিবহনের বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। তবে এখন পর্যন্ত বাসচাপা দেওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

শিপুর মা শিলা রানী শিল প্রথম আলোকে বলেন, বন্ধুর সঙ্গে সাইকেল নিয়ে ঘুরতে যাওয়াটাই কাল হলো শিপুর। বাসচালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।