বাড্ডায় ব্যবসায়ীকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

অপু ইসলাম
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবন থেকে ফেলে দিয়ে অপু ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য অপু ইসলামের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ সিদ্দিকী।

পুলিশ কর্মকর্তা মাসুদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে অপু ইসলামকে ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে নাকি তিনি পড়ে গিয়ে নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় জড়িত ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

অপু ইসলামের মৃত্যুর ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, অপু ইসলামের মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবশ্য অপু ইসলামের মামা দীন ইসলাম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, অপু ব্যবসা করতেন। গতকাল রাত সোয়া ১০টার দিকে বাড্ডার সাতারকুলের শান্তিপাড়া মাস্টার কমপ্লেক্স নামের নির্মাণাধীন সাততলা ভবনের ছয়তলা থেকে তাঁকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।