ঢাকার এফডিসি–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট। বেলা সাড়ে ১১টার দিকে
ঢাকার এফডিসি–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানজট। বেলা সাড়ে ১১টার দিকে

রাজধানীর বিভিন্ন রাস্তায় দুপুর পর্যন্ত তীব্র যানজট

রাজধানীজুড়ে আজ মঙ্গলবার সকাল থেকেই তীব্র যানজট শুরু হয়েছে। দুপুর পৌনে ১২টায় এ প্রতিবেদন লেখার সময়ও যানজটে স্থবির হয়ে আছে নগরীর বিভিন্ন সড়ক।

আজ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় ইসলামী মহাসম্মেলন যোগ দিতে হাজার হাজার অংশগ্রহণকারী এসেছেন। ইতিমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকা ভরে গেছে আলেম–ওলামাদের ভিড়ে।

সকাল থেকেই রাজধানীর সড়কে আজকের সম্মেলনে অংশগ্রহণকারীদের বহনকারী বিভিন্ন যানবাহন চলতে দেখা যায়। অনেক অংশগ্রহণকারীকে পায়ে হেঁটেও সম্মেলন স্থলের দিকে যেতে দেখা গেছে। মেট্রোরেলেও ছিল সম্মেলনে আসা ব্যক্তিদের ভিড়।

গুলশান থেকে মহাখালী সড়কে যানজট। মহাখালী থেকে দুপুর ১২টার দিকে তোলা

সকাল পৌনে সাতটার দিকে সার্ক ফোয়ারা মোড়ে অন্তত ১০ মিনিট আটকে ছিলেন জিনিয়া হাসান। তিনি বললেন, ‘অন্য দিন এত সকালে এমন যানজট কখনোই দেখিনি। আজ এত সকাল থেকে রাস্তায় অনেক যানবাহন দেখলাম।’  

রাজধানীর শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম মোটরসাইকেলে করে তাঁর বাসা থেকে সকাল ১০টার দিকে কারওয়ান বাজার এসেছেন। বিজয় সরণি পর্যন্ত নির্বিঘ্নে আসতে পারলেও এরপর থেকে তীব্র যানজটের মুখে পড়েন।

মৎস্যভবন মোড় এলাকায় যানজট। দুপুর ১২টা

নজরুল ইসলাম বলছিলেন, ‘বিজয় সরণি থেকে ফার্মগেট পর্যন্ত এলাকা নিশ্চল হয়ে পড়েছিল। যানবাহন আটকে ছিল রাস্তায়। একটু একটু করে গাড়িগুলো নড়ছিল।’

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাজনীন ইসলাম তাঁর সন্তানকে নিয়ে সকাল ৮ টার দিকে বের হন। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে ভালোভাবেই ফার্মগেট পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। কিন্তু এরপর গন্তব্যস্থল কারওয়ান বাজারের দিকে যেতে পারছিলেন না। অগত্যা তিনি মেট্রোরেলে উঠে পড়েন।

মিন্টো রোড এলাকায় যানজট। বেলা ১১টা ৫০ মিনিট

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল ১০টার পরে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে।  আজ ক্যাম্পাস ঘুরে দেখা যায় সকাল থেকে আশপাশের রাস্তায় প্রচণ্ড যানজট। রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সমাবেশে আসা লোকদের ভিড়।

সকাল থেকে যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্লাসের উদ্দেশে  রওনা দিয়েছিলেন, তাঁরাও দীর্ঘক্ষণ যানজটে আটকে ছিলেন। যানজটের কারণে কিছু কিছু বিভাগে ক্লাস বাতিল করা হয়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। কিন্তু এত বিপুলসংখ্যক মানুষকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গতকাল রাত থেকে ক্যাম্পাসের আশপাশে আমরা গাড়ি রাখতে দিইনি। কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।’

রাজধানীর মৎস্যভবন মোড়, মহাখালী, গুলশান, মিন্টো রোডে দুপুর ১২টার দিকে অনেক যানজট দেখা গেছে।