১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফুলের পাপড়ি বিছিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ৯ জানুয়ারি, রাজধানীর বনানী কবরস্থানে
১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ফুলের পাপড়ি বিছিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ৯ জানুয়ারি, রাজধানীর বনানী কবরস্থানে

নির্বাচনে জয়ের পর বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা।

এর আগে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ও ভাগনে রাদওয়ান মুজিব সিদ্দিককে সঙ্গে নিয়ে বনানী কবরস্থানে যান। সেখানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।

এ সময় পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তাঁরা সেখানে ফুলের পাপড়ি বিছিয়ে দেন। এর পর তাঁরা সুরা ফাতিহা পাঠ করেন এবং ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।