রাজধানীর নিউমার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে আহত ও অসুস্থের সংখ্যা বেড়ে ২৩ জনে পৌঁছেছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে নয়জন ফায়ার সার্ভিসের কর্মী ও বিমানবাহিনীর একজন সদস্য রয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, ফায়ার সার্ভিসের সদস্য রাসেল (২২), শান্ত (২৪), তৌফিক (২৩), রাজন (২৫), মিলন (২৬), সজীব (২৫), আরিফুল (২৬), কামরুজ্জামান (২৫), শরিফুল (২৪)। এ ছাড়া দোকানকর্মী বায়জিদ (২৫), হাসান (২০), রিমন (২৮), কামাল হোসেন (৩৩), ফিরোজ আলম (৩০), জিসান (১৮), ইয়াসিন (২৪), জীবন (২৫), স্বপন (২৩), রিফাত (২৩), ও দোকানমালিক জীবন (৩০)।
আহত ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন বিমানবাহিনীর সদস্য সার্জেন্ট আরাফাত (৩২), আনসার সদস্য সবুজ (২০) ও রিকশাচালক জাকির হোসেন (৩৫)।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ধোঁয়ায় অসুস্থ ও আহত হয়ে আসা সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।