রাজধানীর ধানমন্ডি লেক থেকে এ বি ইমতিয়াজ আহমেদ খিলজি (৫৭) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে পুলিশ বলছে, গতকাল রোববার ভোরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজের পর আজ সোমবার তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।
আজ দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন বলেন, সকালের দিকে ধানমন্ডি ৪ নম্বর রোডের পাশের লেক থেকে ওই ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধানমন্ডি থানার পরিদর্শক মো. রাসেল জানান, নিহত ইমতিয়াজ আহমেদ ধানমন্ডি ৩ নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন। পেশায় তিনি ফার্মাসিস্ট ছিলেন। তিনি আরও জানান, তাঁর পারিবারিক ঝামেলা চলছিল। গতকাল ধানমন্ডির বাসার থেকে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন।
কীভাবে ইমতিয়াজ আহমেদের মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।