বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সেরা প্রতিবেদন পুরস্কার (বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড) পেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান। ঢাকার অপরাধজগৎ ও শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা সড়কে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবন মিলনায়তনে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পান।
এ ছাড়া অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন (টেলিভিশন/রেডিও) ক্যাটাগরিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের নাজমুল সাঈদ এবং মাদক বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের (প্রিন্ট/অনলাইন) জন্য ঢাকা পোস্টের জসীম উদ্দীন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন।
আজ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান ও ক্র্যাব নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস প্রমুখ।