রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় কংক্রিট মেশানোর একটি গাড়ির ধাক্কায় সোহান নামের আড়াই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, রাস্তায় খেলার সময় গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, বেপরোয়া গতির একটি গাড়ির ধাক্কায় শিশুটি ঘটনাস্থলে মারা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শিশুটির বাবার নাম আল-আমিন। তার বাবা মোহাম্মদপুর এলাকায় ফল বিক্রি করেন। ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।