রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ঝিলে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুই শিশু হলো সিয়াম মিয়া (১১) ও সাফিনুর বাবু (১০)। শিশু দুটি যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পরিবারের সঙ্গে থাকত। দুজনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।
স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে ছয় থেকে সাতটি শিশু কোনাপাড়ার শাহরিয়ার স্টিল মিলের পাশের ঝিলে গোসল করতে নেমেছিল।
একপর্যায়ে দুটি শিশু ডুবে যায়। পরে স্থানীয় লোকজন শিশু দুটিকে অচেতন অবস্থায় ঝিল থেকে উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
মারা যাওয়া শিশু সিয়ামের চাচা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, শাহরিয়ার স্টিল মিলের পাশের একটি মাঠে কয়েকজন শিশু খেলছিল। খেলার পর তারা পাশের ঝিলে গোসল করতে নেমেছিল। এ সময় সিয়ামসহ দুজন পানিতে ডুবে যায়।
পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থলসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে।