রাইড সরিয়ে পার্কটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে
রাইড সরিয়ে পার্কটি স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে

খেলাধুলার জায়গায় রাইড বসিয়ে ব্যবসা বন্ধ হয়েছে

পুরান ঢাকার বশিরউদ্দিন সরদার পার্কের ভেতরে রাইড বসিয়ে ব্যবসা বন্ধ হয়েছে। এতে এলাকার লোকজন নির্বিঘ্নে পার্কটি ব্যবহার করতে পারছেন।

এই পার্কের ভেতর রাইড–বাণিজ্য নিয়ে প্রথম আলোয় ‘একচিলতে খেলার জায়গা, সেখানেও রাইড বসিয়ে ব্যবসা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ১৫ ফেব্রুয়ারি অনলাইনে সংবাদ প্রকাশের দিন রাতেই রাইডগুলো সরিয়ে নেওয়া হয়।

রাইডগুলো সরিয়ে নেওয়ার পর চকবাজারের ওয়াটার ওয়েক্স রোড এলাকার বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, আগে টাকা দিয়ে টিকিট নেওয়া ছাড়া ছোট এই পার্কের ভেতর শিশু-কিশোরেরা প্রবেশ করতে পারত না। এখন সন্তানদের নিয়ে তাঁরাও পার্কটি ব্যবহার করছেন।

চকবাজার এলাকায় অবস্থিত বশিরউদ্দিন সরদার পার্কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত। ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডে আড়াই লাখ মানুষের বসবাস। সেখানে মাত্র পাঁচ কাঠা আয়তনের এ পার্ক ছাড়া আর কোনো পার্ক বা খেলার জায়গা নেই।

পার্কটি সংস্কারের সময় একটি গণশৌচাগার ও চারতলা একটি কফি শপ তৈরি করা হয়। গণশৌচাগার ও কফি শপ পরিচালনার জন্য ইজারা দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু ইজারাদার সেখানে রাইড বসিয়ে ব্যবসা করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পার্কের উন্নয়নকাজ করার আগে সেখানে রিকশার গ্যারেজ ছিল। পাশেই ছিল গণশৌচাগার। তৎকালীন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জায়গাটি উদ্ধার করে পার্ক করার উদ্যোগ নেন। কাজ শেষে ২০২১ সালের এপ্রিলে বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস পার্কটি উদ্বোধন করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কফি শপের ইজারার মেয়াদ গত বছরের অক্টোবর এবং গণশৌচাগারের ইজারা মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়। এরপর নতুন করে দরপত্র দেওয়া হয়। ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল হোসেন আবার এটির ইজারা পেয়েছেন। তবে ইজারার পুরো টাকা না দেওয়ায় তাঁকে এখনো কার্যাদেশ দেওয়া হয়নি।