বিএনপি এবং সমমনা দল ও জোটের ডাকা দেশব্যাপী অবরোধের সমর্থনে রাজধানীতে মিছিল করেছে গণফোরাম (মোস্তফা মোহসীনের নেতৃত্বাধীন) ও বাংলাদেশ পিপলস পার্টি। আজ সোমবার এ মিছিলে অংশ নেন দল দুটির নেতা–কর্মীরা। মিছিল শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার পতনের দাবিতে ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিন আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আরামবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন গণফোরাম ও পিপলস পার্টির নেতা–কর্মীরা। মতিঝিলের শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে এসে মিছিলিটি শেষ হয়। তারপর সেখানে তাঁরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী। তিনি বলেন, এই সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে। যতই হুমকি দেন যে “আগুনে পুড়িয়ে দেবেন, হাত ভেঙে দেবেন”, তাতেও জনগণ অধিকার আদায়ে পিছ পা হবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের (মোস্তফা মোহসীনের নেতৃত্বাধীন) নির্বাহী সভাপতি এ কে এম জগলুল হায়দার প্রমুখ।