রাজধানীতে বাসের ধাক্কায় রিকশারোহীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর বাংলামোটর হয়ে কারওয়ান বাজার যাওয়ার পথে পান্থকুঞ্জ পার্কের পাশে বাসের ধাক্কায় রিকশার আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোররাত পৌনে চারটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ইব্রাহিম বিশ্বাস (২৪)। আজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাহাবউদ্দিন বলেন, ইব্রাহিম নাজিরাবাজার থেকে রিকশায় কারওয়ান বাজার যাচ্ছিলেন। রিকশাটি বাংলামোটর পার হয়ে পান্থকুঞ্জ পার্কের সামনে এলে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। আরোহী রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাসটি শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ইব্রাহিমের মামা কবির হোসেন বলেন, নাজিরাবাজারে তাঁর একটি খাবারের হোটেল রয়েছে। ভাগনে ইব্রাহিম হোটেলের কাজে তাঁকে সহায়তা করতেন। আজ সকালে হোটেলের জন্য সবজি কিনতে কারওয়ান বাজার যাচ্ছিলেন ইব্রাহিম।

কবির হোসেন আরও বলেন, কাজের সন্ধানে ইব্রাহিম সৌদি আরবে যাওয়ার চেষ্টা করছিলেন। ২২ জুলাই সৌদি আরবে যাওয়ার কথা ছিল তাঁর। ইব্রাহিমের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুরে। বাবা সান্টু বিশ্বাস পেশায় একজন কৃষক।