রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় সর্বশেষ সন্ধ্যা সাতটা পর্যন্ত পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের ৭২ জন সদস্য কাজ করছেন। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও এনএসআইয়ের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজে সহযোগিতা করছেন।
খাজা টাওয়ার ভবনটি ১৪ তলার। ভবনটির ১১, ১২ ও ১৩ তলা থেকে আগুনের কালো ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ১০ তলা থেকে ওপর পর্যন্ত ভবনের কাচের দেয়াল ভেঙে আগুন নেভানোর কাজ করছেন।
খাজা টাওয়ারের পেছনের দিকে থাকা আবাসিক ভবনগুলো থেকে কয়েক তরুণ এসে গণমাধ্যমকর্মীদের জানান, ভবনটির ভেতরে এখনো কিছু মানুষ আটকে আছেন। তাঁরা খাজা টাওয়ারের পেছনের দিকে গিয়ে বাঁচার আকুতি জানিয়ে হাত নাড়ছেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা শুধু ভবনটির সামনের দিকে উদ্ধারকাজ চালাচ্ছেন।
আগুনের কারণে গুলশান-মহাখালী সড়কের দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গুলশানগামী যানবাহন মহাখালী অংশে এবং মহাখালীর দিকে যাওয়া যানবাহন তিতুমীর কলেজ অংশে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া ঘটনাস্থলে উৎসুক মানুষের প্রচণ্ড ভিড়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিকেল ৪টা ৫৮ মিনিটে তাঁরা আগুন লাগার খবর পেয়েছেন। পরে বিকেল ৫টা ৭ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান।