মহাখালীর একটি পেট্রলপাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা, ৬ ডিসেম্বর
মহাখালীর একটি পেট্রলপাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ঢাকা, ৬ ডিসেম্বর

মহাখালীতে পেট্রলপাম্পে আগুন

রাজধানীর মহাখালীর একটি পেট্রলপাম্পের গ্যাস সিলিন্ডারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা জুয়েল মিয়া প্রথম আলোকে বলেন, রাত ৮টার দিকে মহাখালীর রয়েল পেট্রলপাম্পের একটি গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে।

জুয়েল মিয়া আরও জানান, খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের হোয়াটসঅ্যাপ বার্তায় বলা হয়, রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রাত পৌনে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।