ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সাবেক প্রধান অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণে কোম্পানি অনেক পিছিয়ে গেছে।
আজ বুধবার স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
স্যাটেলাইট কোম্পানির শুরু থেকেই এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন শাহজাহান মাহমুদ। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে তাঁকে সরিয়ে দেওয়া হয়। শাহজাহান মাহমুদের সময়কার কথা উল্লেখ করে উপদেষ্টা নাহিদ বলেন, তাঁর সময়ের সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
প্রথম স্যাটেলাইটে খরচের বিপরীতে প্রাপ্তি সম্পর্কে নাহিদ ইসলাম জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, স্যাটেলাইটের খরচ বেশি হয়েছে, তাই প্রাপ্তি আশানুরূপ নয়। পাশাপাশি তিনি কোম্পানির সক্ষমতা, দুর্বলতা ও চ্যালেঞ্জ নিয়ে উপদেষ্টাকে অবহিত করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. মুশফিকুর রহমান জানান, কোম্পানিটি গত পাঁচ বছর রিটার্ন জমা দেয়নি, যা এখন পরিশোধ করতে হলে মোটা অঙ্কের টাকা দিতে হবে। ইতিমধ্যে বোর্ড সদস্যদের সমন্বয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটি বিগত সময়ে আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কাজ হয়েছে কি না, তা খতিয়ে দেখবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নেবে।