চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকতে ব্যস্ত শিশুরা। আজ শুক্রবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকতে ব্যস্ত শিশুরা। আজ শুক্রবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে

উত্তরায় জমে উঠেছে ‘প্রথম আলো আনন্দমেলা’

ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো আনন্দমেলা’। আজ শুক্রবার সকাল ৮টায় উত্তরা ১২ নম্বর সেক্টর এলাকায় বসবাসকারীদের নিয়ে এই আনন্দমেলার আয়োজন করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতা চলবে এক ঘণ্টা। শিশুরা বসে গেছে রং ও তুলি নিয়ে। মনের মতো ছবির আঁকছে। সন্তানদের নিয়ে আসা অভিভাবকেরা তা পাশে দাঁড়িয়ে দেখছেন।

চলছে লটারি। আজ শুক্রবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে

১২ বছর বয়সী ওমরাজ দাশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ওর মা রিনি দাশ কাছে দাঁড়িয়ে সন্তানের ছবি আঁকা দেখছিলেন। রিনি দাশ বলেন, তাঁর ছেলের ছোটবেলা থেকেই আঁকার প্রতি আগ্রহ। প্রথম আলো আনন্দমেলায় যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, তা তাঁর ছেলেই তাঁকে জানিয়েছে। পরে আজ সকালে এই প্রতিযোগিতায় তিনি ছেলেকে নিয়ে এসেছেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও এই আনন্দমেলায় কুইজ প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, চকলেট দৌড়, নারী অভিভাবকদের জন্য বালিশ খেলা, পুরুষ অভিভাবকদের জন্য মিউজিক্যাল চেয়ার খেলাসহ নানা আয়োজন রয়েছে।

ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কে প্রথম আলো আনন্দমেলায় শিশুদের আনন্দ

সকাল থেকে শিশু-কিশোর, অভিভাবকসহ এলাকাবাসীর আগমনে এই আনন্দমেলা জমজমাট হয়ে উঠেছে।

বায়োস্কোপ দেখে ১০ বছর বয়সী আবরার হামিম আনন্দিত। সে বলে, বায়োস্কোপে মিনা-রাজু, মোটুপাতলু, বাঘ দেখেছে। বাঘ দেখতে পাওয়ায় ওর ভালো লেগেছে।

মেলায় বিভিন্ন খাবারের দোকান রয়েছে।