রাজধানীর বিজয় সরণির মেট্রোরেল স্টেশনের নিচে আড়াআড়িভাবে আটকে গেছে বিএডিসির কর্মীদের বহন করা বিআরটিসির একটি বাস। আজ সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসটি আটকে ছিল। তবে পুলিশ বলছে, আধা ঘণ্টার মধ্যেই রাস্তা থেকে বাসটিকে সরিয়ে ফেলা সম্ভব হবে।
বিআরটিসির বাসচালকের নাম মাসুদ রানা। তিনি প্রথম আলকে বলেন, গাড়ির ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। সামনে ছিল একটি ব্যক্তিগত গাড়ি ছিল। সেটিকে রক্ষার জন্য তাঁকে ঘুরতে হয়। তাতেই বাসটি রাস্তার পাশের গ্রিলে আটকে যায়।
এ ঘটনার পর এই সড়কে যান চলাচল বন্ধ। পরিকল্পনা মন্ত্রণালয়ের দিক থেকে বিজয় সরণির দিকে আসা বাসগুলো বন্ধ করে দেওয়া হয়।
সড়কে থাকা ট্রাফিক পুলিশের উপপরিদর্শক ইসমাইল করিম বলেন, বাসটি বিএডিসির কর্মীদের বহন করে। এটি উদ্ধারের চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।