ফরিদপুরের ভাঙ্গা থেকে ডেঙ্গু আক্রান্ত ছেলেকে নিয়ে এসে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন মা। ঢাকা, ২৭ জুলাই
ফরিদপুরের ভাঙ্গা থেকে ডেঙ্গু আক্রান্ত ছেলেকে নিয়ে এসে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন মা। ঢাকা, ২৭ জুলাই

ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৫৩

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৫৩ জন। এটি চলতি বছর ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির ঘটনা।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ২১৫ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাই মাসে এখন পর্যন্ত মারা গেছেন ১৬৮ জন।

গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে ১৬ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে গত বুধবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগরের আগের কিছু মৃত্যুর প্রতিবেদন পাওয়ার পর সেগুলো প্রতিবেদনের (বুধবার) সঙ্গে যুক্ত করা হয়েছে। আজও ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল ও সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তির প্রতিবেদন জমা দেয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৩২৭ জন। বাকি ১ হাজার ৩২৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন ও ঢাকার বাইরের ৪ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৩৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৩ হাজার ৬৭৬ জন ও ঢাকার বাইরে ১৬ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।