হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সাজিদ হোসেন

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বনানীর কাকলী থেকে গুলশান-২ যাওয়ার এই সড়কে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ওই এলাকায়।

শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী এলাকায় চলাচলকারী গণপরিবহনে ভাড়া অনেক বেশি। তারপরও শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়া হন না। এ কারণে তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে।

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীরা ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিচ্ছে।

শিক্ষার্থীরা বলছে, গুলশান-বনানী-নতুনবাজার রুটের বাসগুলো এখনো হাফ পাস নিচ্ছে না। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এ রুটে যাতায়াত করে। ২ দশমিক ৫ কিলোমিটার রাস্তার ভাড়া ৩০ টাকা নিচ্ছে বাসগুলো। তাই হাফ পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা দুপুর ১২টা থেকে রাজধানীর কাকলী মোড় সংলগ্ন, বনানী পোস্ট অফিসের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে।

হাফ পাসের দাবিতে বনানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, ‘দুপুর ১২টার দিকে হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চালিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করছি।’