বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলা থেকে খালাস পেয়েছেন। ঢাকার বিশেষ জজ আদালত-১ বৃহস্পতিবার এ রায় দেন। বিএনপির এ নেতার বিরুদ্ধে সাজা হওয়া আরও দুটি মামলা আপিল বিভাগে বিচারাধীন।
হাবিব উন নবী খান সোহেলের আইনজীবী জাকির হোসেন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জাকির হোসেন বলেছেন, ২০১৭ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান চলাচল বন্ধ করে সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়। সেই মামলায় গত বছরের ২০ নভেম্বর হাবিব উন নবী খান সোহেলের দুই বছরের সাজা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের দেওয়া সাজার রায় চ্যালেঞ্জ করে হাবিব উন নবী খান সোহেল ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। বৃহস্পতিবার আদালত হাবিব উন নবী খানের আপিল মঞ্জুর করেন।
আইনজীবী জাকির হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলের তিনটি মামলায় সাজা হয়েছিল। ওই তিনটি মামলায় সিএমএম আদালতের দেওয়া রায় বাতিল চেয়ে মহানগর আদালতে আবেদন করা হয়। হাবিব উন নবী খান সোহেলের সাজা হওয়া তিন মামলার একটিতে খালাস পেয়েছেন। বাকি দুটি আপিল আবেদন এখনো বিচারাধীন। হাবিব উন নবী খান সোহেল জামিনে মুক্ত আছেন।