বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিসের সময় এক ঘণ্টা কমাতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার পরিবর্তে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে৷ আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে৷
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিস সময় এক ঘণ্টা কমানো হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন উপাচার্য মো. আখতারুজ্জামান৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অফিসে বুধবার থেকে নামাজ ও দুপুরের খাবারের জন্য বেলা ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে৷ আগের মতো শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে৷ তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট, স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রভৃতি জরুরি পরিষেবা নতুন এ সময়সূচির আওতার বাইরে থাকবে৷