রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা

মিরপুর ১০ নম্বরে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগের সমাবেশ পণ্ড

রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের শাহ আলী প্লাজার সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সমাবেশ আন্দোলনকারীদের ধাওয়ায় পণ্ড হয়ে গেছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহ আলী প্লাজার সামনে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নানা স্লোগান দেন। সকাল সাড়ে ১০টা থেকে সমাবেশ চলছিল।

বেলা ১১টার পর মিরপুর ১১ নম্বরের দিকে থেকে মিছিল নিয়ে শাহ আলী প্লাজার দিকে আসতে থাকেন আন্দোলনকারীরা। একপর্যায়ে তাঁরা সমাবেশস্থলে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ধাওয়া দেন। এতে সমাবেশে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে তাঁরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেন।

রাজধানীর মিরপুরে ১০ নম্বর গোলচত্বর এলাকায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলছে।

এদিকে আজ দুপুর সোয়া ১২টার পর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা ধাওয়া দিয়ে পুলিশকে মিরপুর থানার দিকে নিয়ে যায়। আবার পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের মিরপুর ১০ নম্বরের দিকে নিয়ে যায়।

এর আগে ১০ নম্বর গোলচত্বরের পশ্চিম পাশে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের ইটপাটকেল ছুড়তে দেখা যায়। জবাবে পুলিশও সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়ে।

‘শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-বিজিবি-র‍্যাব ও সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটাব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে’ আজ কমপ্লিট শাটডাউন (সর্বাত্মক অবরোধ) পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল, গণমাধ্যমসহ অন্যান্য জরুরি সেবা ছাড়া সবকিছু বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন তাঁরা। কর্মসূচি চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।