ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ইস্টার্ন হাউজিং হাটে গরু কেনাবেচা চলছে
ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ইস্টার্ন হাউজিং হাটে গরু কেনাবেচা চলছে

পল্লবীর হাটে আজ গরুর দাম কিছুটা কম, বিক্রি বেড়েছে

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার হাটে কোরবানির পশুর দাম আজ শনিবার কিছুটা কমতে দেখা গেছে। পাশাপাশি বিক্রিও বেড়েছে। ইস্টার্ন হাউজিং এলাকার হাট ঘুরে এমনটাই দেখা গেছে।

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে। চলবে ঈদের দিন পর্যন্ত। হাটে পশু বেচাকেনা শুরুর পর থেকে দাম নিয়ে ক্ষোভ জানিয়ে আসছেন ক্রেতারা। তবে বিক্রেতা ও হাট পরিচালনা–সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ দামে কিছুটা ছাড় দেওয়ার পর বিক্রি বেড়ে গেছে।

পশু কেনার পর হাসিল দিয়ে হাট থেকে বের হতে হয়। সরেজমিন দেখা যায়, ইস্টার্ন হাউজিং এলাকার হাটে হাসিল ঘরের সামনে ভিড় লেগেই আছে। বিক্রি বেশি হওয়ার কারণে হাসিল ঘরের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার গরু বিক্রেতা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি একই আকারের দুটি গরু নিয়ে হাটে এসেছিলেন। গতকাল একটি বিক্রি করেছেন ১ লাখ ৫ হাজার টাকায়। বাকি একটির দাম ৯৫ হাজার টাকা চাইছেন। কিন্তু ক্রেতারা দাম বলছেন ৮৫ হাজার টাকা।

মিরপুর ১২ নম্বর এলাকার বাসিন্দা সাব্বির আহমেদ ৮৫ হাজার টাকায় মাঝারি আকারের একটি গরু কিনেছেন। হাসিল ঘরের সামনে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, গতকালের চেয়ে আজ দাম কিছুটা কম। গতকাল শুক্রবার দাম বেশি থাকায় হাট থেকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছিল তাঁকে।

বিভিন্ন আকারের গরু নিয়ে এসেছেন বিক্রেতারা

সরেজমিন আরও দেখা যায়, হাটে এখনো পর্যাপ্ত গরু-ছাগল আছে। গরুর পাশাপাশি কিছুটা কম দামে ছাগলও বিক্রি হচ্ছে।

ছাগল কেনার পর হাসিল ঘরের সামনে অপেক্ষা করছিলেন আনোয়ার ও আরমান নামের দুই ভাই। কত দিয়ে কিনেছেন, তা জানতে চাইলে তাঁরা জানান, ১২ হাজার টাকা। ক্রেতা ছাগলটির দাম ২১ হাজার টাকা চেয়েছিলেন বলেও জানান তাঁরা।

গতকাল রাজধানীর দিয়াবাড়ি ও শাহজাহানপুর হাটে একই আকৃতির ছাগল ১৫ থেকে ১৬ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে।