রাজধানীর শুক্রাবাদ এলাকায় নিজ বাসায় অগ্নিদগ্ধ তিন বছরের শিশু মো. বায়েজিদ মারা গেছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মারা যায় সে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম খবরটি নিশ্চিত করেছেন। এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে শিশুটির মা–বাবাও মারা গেছেন।
গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শুক্রাবাদে বাসায় আগুন লেগে শিশু বায়েজিদ, তাঁর বাবা মো. টোটন মিয়া (৩৫) ও মা নিপা বেগম (৩০) দগ্ধ হন। বাসার রান্নাঘরে দেশলাই জ্বালালে পুরো ঘরে আগুন ধরে যায়। স্বজনদের ভাষ্য, গ্যাসলাইনের লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ছিল। এ থেকেই দুর্ঘটনাটি ঘটে।
সেদিন রাতেই তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা মো. টোটন মিয়া মারা যান। পরদিন বুধবার মা নিপা বেগমও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মা-বাবার পর এবার মারা গেল সন্তানও।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম বলেন, বায়েজিদের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
বায়েজিদের বাবা টোটনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলায়। পেশায় তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। শুক্রাবাদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।