সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে দুপুর থেকে অবস্থান নেওয়া চাকরিপ্রত্যাশী কিছু শিক্ষার্থীর সঙ্গে বিকেল চারটার দিকে সড়ক অবরোধে যোগ দেন জগন্নাথের শিক্ষার্থীরা।

এর আগে বেলা সাড়ে তিনটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার মোড়, নর্থ সাউথ রোড হয়ে গুলিস্তান জিরো পয়েন্টে আসে। মিছিলে পার্শ্ববর্তী কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

শিক্ষার্থীরা মোড়ে এলে আগে থেকে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। পরে মোড়ের বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ করে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা কবিতা, গান ও বক্তব্যে কোটা বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন। শিক্ষার্থীদের অবরোধে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হয়েছে। পথচারীরা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের পথে এগোচ্ছেন।

সরকারি চাকরির সব গ্রেডে ‘অযৌক্তিক ও বৈষম্যমূলক’ কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আজ সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ঢাকাসহ সারা দেশে ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ আন্দোলনের নেতৃত্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা মঞ্চ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। তাদের উদ্যোগে শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ চলছে। সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।