দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এই উদ্যাপনে শরিক হয়েছিলেন পাঠক-লেখক-শুভানুধ্যায়ীরা। নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও আলাপচারিতায় প্রাণবন্ত সময় কাটান তাঁরা। রাজধানীর গ্রিন রোডে ইউপিএলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অনুষ্ঠান হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ১৯৭৫ সালে পথচলা শুরু করে ইউপিএল। প্রতিষ্ঠার ৪৯তম বার্ষিকী উপলক্ষে দেশের সব পাঠক, লেখক, শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানিয়েছে প্রকাশনীটি। আগত লেখক-পাঠকের মধ্য থেকে মানসম্মত ও মননশীল বই প্রকাশ করে নিজেদের পথচলা আরও দীর্ঘ করতে চায় তারা।
ইউপিএল আশা করে, প্রকাশনা সংস্থাকে বিকশিত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এগিয়ে আসবে।
শুভেচ্ছা জানাতে ইউপিএল কার্যালয়ে গিয়েছিলেন লেখক এ. কাইয়ুম খান, লেখক ও গবেষক কাজী খলিকুজ্জামান ইলিয়াস, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, শফি আহমেদ, কবি নাসরীন জাহান, সাবিনা ফায়েজ চৌধুরী, সাংবাদিক কামাল আহমেদ, চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদ তৌফিক জোয়ার্দার, অধ্যাপক সামিনা লুৎফা, অধ্যাপক তানজিমউদ্দীন খান, লেখক হাসান ফারুক, মিল্লাত হোসেন, সৈয়দ মাহবুবুল আলম, ফারুক মঈনুদ্দীন, দিলওয়ার হাসান, সৈয়দ জাকির হোসেন, সামিয়া হক প্রমুখ।
অতিথিরা ইউপিএলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান বইমেলা ঘুরে দেখেন। বিজয়ের মাস ও ইউপিএলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলা এই মেলায় ক্রেতারা ইউপিএল প্রকাশিত-নির্বাচিত বইয়ে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাচ্ছেন। ২৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। এ সময় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।