রাজধানীর নিউমার্কেট এলাকার ধানমন্ডি হকার্স মার্কেটকে অগ্নিকাণ্ডের অতি ঝুঁকিপূর্ণ এবং নূর ম্যানশনকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। বুধবার ধানমন্ডি হকার্স মার্কেটে ‘অতি ঝুঁকিপূর্ণ’ লেখা ব্যানার টানিয়ে দেওয়া হয়। এর আগে ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মার্কেট দুটিতে যৌথ অভিযান চালায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, হকার্স মার্কেটে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই। আগুন লাগলে নেভানোর জন্য যে পানির ব্যবস্থা রাখার কথা (রিজার্ভ পানির ট্যাংক), তা নেই। নেই জরুরি বহির্গমন সিঁড়িও। শুধু কিছু ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপণ যন্ত্র) রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অর্ধেকের কম।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্ব ফায়ারকর্মীরা মার্কেট দুটি পরিদর্শন করেন। এ সময় হকার্স মার্কেট কর্তৃপক্ষ অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা দেখাতে পারেননি। তাই মার্কেটটি অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়ে দেন তাঁরা। পরে নূর ম্যানশন পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।