কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে গণপূর্তের প্রকৌশলীসহ আহত ৪

কৃষ্ণচূড়াগাছ ভেঙে সড়কে থাকা একটি গাড়ি ও রিকশার ওপর পড়ে। ঢাকা, ১ আগস্ট
ছবি: সংগৃহীত

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ ভেঙে গাড়িতে থাকা গণপূর্ত অধিদপ্তরের এক প্রকৌশলীসহ চারজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সোহেল রহমান (৪০), তাঁর গাড়িচালক উত্তম বর্মণ (৩২), রিকশাচালক বাদশা মিয়া (৫৫) ও রিকশার যাত্রী মনির হোসেন (৩৫)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রকৌশলী সোহেল রহমানের গাড়িচালক উত্তম বর্মণ প্রথম আলোকে বলেন, গণপূর্ত অধিদপ্তরের সেগুনবাগিচার কার্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে জিগাতলা বাসায় যাওয়ার পথে হঠাৎ একটি গাছ ভেঙে গাড়ির ওপর পড়ে।

রিকশার যাত্রী মনির হোসেন জানান, গুলিস্তান থেকে রিকশায় করে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

পলাশী ফায়ার স্টেশনের কর্মকর্তা আবুল হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের একটি বড় কৃষ্ণচূড়াগাছ ভেঙে সড়কে থাকা একটি গাড়ির ওপর পড়ে। গাছের ডালপালা রিকশার ওপরে গিয়ে পড়ে। এতে কয়েকজন আহত হন। সড়ক থেকে গাছ সরানোর কাজ করছে ফায়ার সার্ভিস।