এডিসসহ সব ধরনের মশার লার্ভা ধ্বংসে আগামী রোববার থেকে আধুনিক প্রযুক্তির কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) প্রয়োগ শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে আয়োজিত এক সভায় এ ঘোষণা দেন সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম।
কীটনাশক বিটিআই প্রয়োগ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ও ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির নেওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার আগে নগর ভবনের সামনে একটি সচেতনতামূলক শোভাযাত্রা হয়।
বিটিআই একধরনের ব্যাকটেরিয়া। এটি মশার লার্ভা ধ্বংস করে। কীটনাশকটির বৈশিষ্ট্য হলো, এতে মানুষের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। আর বিটিআই পানিতে প্রয়োগ করলেও অন্য জলজ প্রাণীর কোনো ক্ষতি হয় না।
সভার প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আমরা ডেঙ্গু রোগ নিয়ে কঠিন একটা সময় পার করছি। এডিস মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। এটিকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই।’
মন্ত্রী বলেন, বিশ্বের ১২৯টি দেশে এডিস মশা রয়েছে। সিঙ্গাপুর অনেক উন্নত দেশ হওয়ার পরও গত বছর সেখানে ৩২ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯ জনের। সিঙ্গাপুরের মোট ৫৫ লাখ মানুষের বিপরীতে যদি ৩২ হাজার আক্রান্ত হয়, তাহলে ঢাকাতে ২ কোটি মানুষের হিসেবে ১ লাখ ২০ হাজার আক্রান্ত হওয়ার কথা। তবে ডেঙ্গুকে হালকাভাবে নিলে ক্ষতি আরও হবে।
বিটিআই একধরনের ব্যাকটেরিয়া। এটি মশার লার্ভা ধ্বংস করে। কীটনাশকটির বৈশিষ্ট্য হলো, এতে মানুষের শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয় না। আর বিটিআই পানিতে প্রয়োগ করলেও অন্য জলজ প্রাণীর কোনো ক্ষতি হয় না।
এই বিপদের সময়ে জনপ্রতিনিধিদের (ওয়ার্ড কাউন্সিলর) এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কাউন্সিলররা সেবা করার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের কাজের কোনো নির্দিষ্ট ক্ষেত্র নেই। যখন যেখানে যেভাবে প্রয়োজন, তখন সেখানে কাজ করতে হবে। ডেঙ্গুতে এখন পর্যন্ত যতজন মারা গেছেন, সেটা জনপ্রতিনিধিদের শান্তি দেওয়ার কথা নয়।
এই পরিস্থিতিতে মানুষকে সাহস দিতে করোনাকালের মতো মাঠে থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এখন মাঠে কাজ করলে নির্বাচনের সময় আর আলাদাভাবে ভোট চাইতে হবে না।
সভাপতির বক্তব্যে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ডেঙ্গু বিষয়ে নগরবাসীকে সচেতন ও সতর্ক করতে আমরা কলসেন্টারের মাধ্যমে কল করছি। উদ্দেশ্য উত্তর সিটির বাসিন্দাদের ফোন করা। কিন্তু সবার নম্বর পাচ্ছি না।’
মন্ত্রীর উদ্দেশে মেয়র বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সিটি করপোরেশনে আরও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে হবে। যাতে সারা বছর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়। এ ছাড়া সিটি করপোরেশনে আরও বেশি কীটতত্ত্ববিদ প্রয়োজন। যাতে তাঁদের মাধ্যমে মশার তথ্য সংগ্রহ করে কাজে লাগানো যায়।
কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, কীটনাশক বিটিআই চলে আসছে। এটি যদি সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে, সঠিক জায়গায়, নির্ধারিত সময় পরপর প্রয়োগ করা যায়, তাহলে ডেঙ্গু মুক্ত হওয়া সম্ভব।
কবিরুল বাশার বলেন, বিটিআই দুই ঘণ্টার মধ্যে মশার লার্ভা মারতে সক্ষম। এক বর্গমিটার জায়গায় দশমিক ৫ গ্রাম ওষুধ প্রয়োগ করতে হবে। এটি যখন ছিটানো হবে, মশা খাবার মনে করে খাবে। পরে দুই ঘণ্টার মধ্যে মশার খাদ্যনালি পচে নষ্ট হবে।
এটি কোনো মানুষের পেটে গেলে কোনো ক্ষতি হবে না। গোসলের পানিতেও বিটিআই দিলে কোনো ক্ষতি নেই। কারণ, এটি বায়ো লার্ভিসাইড। আবার মশা ছাড়া অন্য কোনো প্রাণীরও কিছু হবে না। পরিবেশের কোনো ক্ষতি করবে না।
ঢাকা উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম শফিকুর রহমান কথা বলেন।
সভা শেষে উপস্থিত অতিথিরা বিটিআইয়ের মোড়ক উন্মোচন করেন। কীটনাশকটি গুঁড়া আকারে আমদানি হয়েছে। একেকটি মোড়ক ২৫ গ্রামের; যা ১০ লিটার পানির সঙ্গে মেশাতে হবে।