পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, এই এলাকায় ২০১৫ সালের মতো বোমা বিস্ফোরণের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্যই এ ব্যবস্থা।
আজ বুধবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় পবিত্র আশুরা উপলক্ষে এর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে গিয়ে খন্দকার গোলাম ফারুক এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ২০১৫ সালে পুরান ঢাকার হোসেনি দালানের ইমামবাড়ায় ধর্মীয় উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়েছিল। তার পর থেকে ডিএমপি এর নিরাপত্তা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছে, যাতে আর কোনো জঙ্গি গোষ্ঠী এ ঘটনা ঘটাতে না পারে।
খন্দকার গোলাম ফারুক আরও বলেন, সারা বিশ্বের শিয়া মুসলিম সম্প্রদায় অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রতিবছরের ১০ মহররম পবিত্র আশুরা পালন করেন। প্রতিবছরের মতো শিয়া মুসলিম সম্প্রদায় এবারও ঢাকায় ৫ মহরম (২৪ জুলাই) থেকে তাঁদের কর্মসূচি শুরু করেছেন। ইতিমধ্যে রাজধানীতে তাঁরা তাজিয়া মিছিল বের করছেন। তবে মূল অনুষ্ঠান হবে ১০ মহররম (২৯ জুলাই)।
ঢাকার পুলিশপ্রধান বলেন, হোসেনি দালানের পুরো এলাকা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। রাস্তায় সিসি ক্যামেরা থাকবে। সামনে–পেছনে পোশাকধারীর পাশাপাশি সাদাপোশাকে পুলিশ থাকবে। পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। মেশিনের সাহায্যে ম্যানুয়ালিও সুইপিং করা হবে, যাতে দুষ্কৃতকারীরা কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে। গণমাধ্যমকর্মীদের কাছে নিরাপত্তার ব্যাপারে সহযোগিতা কামনা করেন ডিএমপি কমিশনার।
আশুরার অনুষ্ঠান আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলের সময় ঢাকঢোল বাজানো যাবে না। গায়ে চাদর জড়িয়ে তাজিয়া মিছিলে ঢোকা যাবে না। আঘাতে শরীর রক্তাক্ত করা যাবে না।