ছাত্রাবাসে হঠাৎ অচেতন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী, হাসপাতালে মৃত্যু

রাজু ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষে পড়তেন তিনি
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী মারা গেছেন। তাঁর নাম রাজু আহমেদ। আজ শনিবার রাত ৭টা ৫৩ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থীর গ্রামের বাড়ি পঞ্চগড়ে। তিনি পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি ভবনের পঞ্চম তলায় মেসে থেকে লেখাপড়া করতেন।

অসুস্থ রাজু আহমেদকে ঢাকা মেডিকেলে নিয়ে যান জবির শিক্ষার্থী সিফাত হাসান। তিনি প্রথম আলোকে বলেন, রাজু হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানত চাইলে জবির প্রক্টর মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, গতকাল শুক্রবার রাজু ইসলাম পঞ্চগড় থেকে ঢাকায় আসে। আজ শনিবার সন্ধ্যার পর বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমান প্রথম আলোকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজু ইসলাম যে বাসায় ভাড়া থাকতেন, সেখানে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রাজু ইসলাম মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে বিস্তারিত তথ্য সংগ্রহ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।