ঝুঁকি নিয়ে দোকান থেকে মালামাল বের করে নিয়ে আসছেন একজন ব্যবসায়ী
ঝুঁকি নিয়ে দোকান থেকে মালামাল বের করে নিয়ে আসছেন একজন ব্যবসায়ী

নিউ সুপার মার্কেটে আগুন: ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালের ভর্তি ২৩

নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৩ ইউনিট

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিউ সুপার মার্কেটে আগুন, চারপাশে শুধু ধোঁয়ার কুণ্ডলী

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে। এরপরই ঘটনাস্থলে একে একে ১৮টি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট যোগ দেয়। আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বেড়ে যাওয়ায় পরে আরও ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এখন ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি।

চারপাশে ধোঁয়ার কুণ্ডলী

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় ছড়িয়ে পড়েছে আগুন

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন ওই ভবনের তৃতীয় তলার পুরো অংশে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ সকাল ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

সোয়া দুই ঘণ্টার আগুন রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।

মার্কেটে ঢুকে মালামাল বের করতে মরিয়া ব্যবসায়ীরা

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। আগুনের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন ব্যবসায়ীরা।

জীবনের ঝুঁকি নিয়ে দোকান থেকে মালামাল বের করে আনছেন একজন ব্যবসায়ী

ঢাকা নিউ সুপার মার্কেটের আগুনে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে। ধোঁয়া কুণ্ডলী আকারে ছড়িয়ে পড়ছে। এর মধ্যেও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য।

ঝুঁকি নিয়ে মালামাল বের করে নিয়ে আসছেন ব্যবসায়ীরা

রাজধানীর নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে আজ শনিবার ভোরে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। জীবনের ঝুঁকি নিয়ে মার্কেটের ভেতরে ঢুকে মালামাল বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। আগুনের মধ্যও মার্কেটের ব্যবসায়ীরা ভেতরে ঢুকছেন মালামাল বের করার জন্য।

দোকান থেকে মালামাল বের করে নিরাপদ স্থানে যাচ্ছেন একজন ব্যবসায়ী

নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলাতেও

রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার আগুন ছড়িয়ে পড়েছে দ্বিতীয় তলাতেও। সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।

নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ এসেছে, পুরোপুরি নির্বাপনে সময় লাগবে

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণ এসেছে উল্লেখ করে পুরোপুরি নির্বাপণ সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আজ শনিবার সকাল সোয়া দশটার দিকে নিউ মার্কেটের চার নম্বর ফটকের সামনে ব্রিফিংয়ে মহাপরিচালক সাংবাদিকদের এ তথ্য জানান।

মালপত্র সরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা

নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ হয়ে ২৩ জন হাসপাতালের ভর্তি 

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ২৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্য ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী। ১ জন বিমানবাহিনীর সদস্য। বাকিরা সবাই আগুন নেভানোর কাজে সহায়তা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আহত ও ধোঁয়ায় অসুস্থ ২৩ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিচ্ছেন।