চট্টগ্রামের আদালতে ইসকন নেতা-কর্মীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা এবং জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজধানী ঢাকার মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। মিছিল–পরবর্তী সমাবেশে এক শহীদের বাবা বলেছেন, ‘খুনিদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মতো জীবন দেব।’
কমিটির বৃহত্তর মিরপুরের পল্লবী, কাফরুল, মিরপুর ও রূপনগর থানার প্রতিনিধিরা আজ শুক্রবার এ বিক্ষোভের আয়োজন করেন। এতে কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব উপস্থিত ছিলেন। পরবর্তী সময়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব খবর জানিয়েছেন।
এতে বলা হয়, আজ বেলা আড়াইটায় মিরপুরের পল্লবীর সিটি ক্লাবের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিরপুর ১০ নম্বরের স্বাধীনতা চত্বরে যায়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ শাহরিয়ার হাসানের বাবা আবুল হাসান, শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার, শহীদ কামরুন নাহারের ভাই, শহীদ সাইদুল ইসলামের মা, শহীদ আহসান হাবীবের বাবা বক্তব্য দেন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে আহত আবুল হোসেন সোহেল ও জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা প্রতিনিধিরাও বক্তব্য দেন।
সমাবেশে শহীদ পরিবারের সদস্যরা অতি দ্রুত জুলাই-আগস্টে আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী এবং প্রশাসনের যারা সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল ইসলাম আদীব বলেন, ‘আজকে মিরপুরের এই বিক্ষোভ মিছিল সুস্পষ্ট কয়েকটি দাবি নিয়ে। চট্টগ্রামে ইসকন–সন্ত্রাসী দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। জুলাই-আগস্টে গণহত্যার দায়ে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসন করতে।’
শহীদ মো. সিফাতের বাবা কামাল হাওলাদার বলেন, ‘এই সরকার আমাদের সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। কিন্তু আজকে আমরা শহীদ পরিবারের সদস্যরা অবহেলিত। আমাদের সন্তানদের যারা খুন করেছে, তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা তাদের বিচার চাই। খুনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের জন্য প্রয়োজনে আমরাও আমাদের সন্তানদের মতো আবারও জীবন দেব।’
সমাবেশে পল্লবী থানার প্রতিনিধি ইমরান নাঈমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নাজমুস সায়েক, আবু ইউনুস মাসুদসহ অন্য নেতারা।