রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেট কারের ধাক্কায় লিপি আক্তার (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে তাঁর ছয় বছরের শিশুকন্যা হাবিবা। ময়নাতদন্তের জন্য লিপি আক্তারের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান।
ওসি আবুল হাসান প্রথম আলোকে বলেন, আজ শনিবার রাত আটটায় যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে একটি প্রাইভেট কার লিপি আক্তার ও তাঁর শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম লিপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লিপি আক্তারের বোন রেখা আক্তার প্রথম আলোকে বলেন, লিপি আক্তার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করেন। কাজলা থেকে বিবির বাগিচা এলাকায় যাওয়ার সময় প্রাইভেট কার ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। শিশু হাবিবার আঘাত গুরুতর নয় বলে জানান রেখা আক্তার।